শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বন্দরে চাঁদা না পেয়ে ভেকুতে আগুন

বন্দরে চাঁদা না পেয়ে ভেকুতে আগুন

বন্দর, ১৩ মার্চ, এবিনিউজ : বন্দরে দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় তাওলাদ মাহমুদ নামের এক ব্যবসায়ীর ভেকুতে অগ্নিসংযোগ করেছে দৃর্বত্তরা। গত রোববার রাতে লাঙ্গলবন্দ যোগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ব্যবসায়ী তাওলাদ জানান, প্রতিবছরেরন্যায় এ বছর মুছাপুর ইউপি যোগীপাড়া –তবলপাড়া বিলে ভেকু দিয়ে জমির মাটি কেটে পুকুরের পার বাধার কাজ হচ্ছিল। এ অবস্থায় স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল কমির ও তার সাঙ্গপাঙ্গরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাটি কাটার ভেকুর চালককে মারধর করে কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশের কাছে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে রোববার রাতে একই এলাকার অস্ত্র মামলার সাঁজাপ্রাপ্ত আসামী সন্ত্রাসী করিম, ভাতিজা দেলোয়ার, মিলন, রাকিব ও শহিদ মিয়ার নেতৃত্বে ভেকুতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, রোববার রাত ৩টার দিকে নাইটগার্ড প্রকৃতির ডাকে বাড়িতে গেলে। কে বা কাহারা ভেকুতে অগ্নিসংযোগ করে। এতে ব্যপক ক্ষতি সাধান হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিএন/মো. নাসির উদ্দিন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত