![বিকেলে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/13/pm_abnews_130093.jpg)
ঢাকা, ১৩ মার্চ, এবিনিউজ : আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সিঙ্গাপুরে সরকারি সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে আজ বিকেলে শেখ হাসিনা ঢাকা ফিরবেন।
গত রবিবার চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুরে যান তিনি । প্রধানমন্ত্রী এক বার্তায় বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে তিনি দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান দুর্ঘটনার পরপরই নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলির সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি উদ্ধার অভিযান পরিচালনা ও আহতদের চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এবিএন/মাইকেল/জসিম/এমসি