শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বন্দরে চাচা ও ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম: থানায় মামলা
মুরাদপুরে ডাকাত আখ্যা দিয়ে

বন্দরে চাচা ও ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম: থানায় মামলা

বন্দরে চাচা ও ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম: থানায় মামলা

বন্দর, ১৩ মার্চ, এবিনিউজ : ডাকাত আখ্যা দিয়ে চাচা ভাতিজাসহ ৫ জনকে এলোপাথারী ভাবে কুপিয়ে মারত্মক ভাবে জখমের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার দুপুরে রানা ভূঁইয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৬(৩)১৮ ধারা- ১৪৩/ ৩২৩/ ৩০৭/ ৩২৫/ ৩২৬/ ৩৭৯/ ৫০৬ দঃবিঃ।

আহতরা হলো চাচা কামাল ভূঁইয়া (৪২) ভাতিজা হৃদয় (২২), রফিকুল (১৯) ও জাবেদ (২৯) এবং প্রতিবেশী আক্তার হোসেন কলি (৩২)। গত রোববার রাতে বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ও ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টায় হরিপুর এলাকার রানা ভূইয়ার ফুফাত ভাই মেহেদী (১৯) প্রতিবেশী সিজিল (১৭) ও অপর প্রতিবেশী আজমান (১৬) মদনপুরস্থ আল বারাকা হাসপাতালের পিছনের নতুন রাস্তায় বল খেলার সময় মদনপুর এলাকার নুরুল ইসলাম নুরু মিয়ার ছেলে টিটু সাথে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে টিটু উল্লেখিতদের মারধর করে। এ ঘটনায় আহতদের কথা শুনে হরিপুর এলাকারা রানা ভূইয়া ও তার বড় ভাই হৃদয়, অপর ভাই রফিকুল ও চাচা প্রবাসী কামাল ভূইয়া এবং প্রতিবেশী আখতার হোসেন কলি ঘটনার ওই দিন রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে এসে টিটু কাছে বিষয়টি জানতে চাইলে ওই সময় টিট ও তার সাথে থাকা ৩ ভাই মিঠু, মনির হোসেন ও ফারুক একই এলাকার সিদ্দিক, ইউনুস, জিকু কাউসার ছানোয়ারসহ অজ্ঞাত ৫০/৬০ জন মিলে ডাকাত আখ্যা দিয়ে চাচা ও ভাতিজাসহ ৫ জনকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে খানপুর ও ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের হলেও এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।

এবিএন/মো. নাসির উদ্দিন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত