বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ধোধন

লালমনিরহাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ধোধন

লালমনিরহাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ধোধন

লালমনিরহাট, ১৩ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্ধোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।

আজ মঙ্গলবার দিনভর তিনি জেলার হাতীবান্ধা উপজেলায় এসব কাজের উদ্ধোধন করেন। সকালে গড্ডিমারী ইউনিয়নের পন্ডিতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সাদা বাবার মাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্ধোধন করেন।

এর পর হাতীবান্ধা উপজেলা পরিষদ হল রুমে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সামাজিক উন্নয়নে ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। দুপুরে সির্ন্দুনা ইউনিয়নের পাঠানবাড়ী হাটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসকেএফ’র অর্থায়নে নব নির্মিত ভবনের উদ্ধোধন করে।

পরে নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ী হইতে কালীগঞ্জ ফেপরানগর রাস্তায় আল্লা উদ্দিনের খালে আরসিসি গার্ডার ব্রীজের উদ্ধোধন করেন।

এ সময় তার সাথে লালমনিরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, হাতীবান্ধার ইউএনও আমিনুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী অজয় কুমার রায় উপস্থিত ছিলেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত