
আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ১৩ মার্চ, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ পাঁচজন আটক হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেন।
এসময় তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা ও সাতশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পাঁচটি মামলা হয়েছে।
আটকৃতদের মধ্যে রয়েছে- দুপ্তারা হাটখোলা এলাকার মৃত সিরাজদৌলা ভূঁইয়ার ছেলে শাহেদ ভূঁইয়া, গোপালদী উলুকান্দী এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার, একই এলাকার মমতাউদ্দিনের ছেলে সুমন, রামচন্দ্রী এলাকার সফর আলীর স্ত্রী খোদেজা ওরফে খুদি ও কুমিল্লা জেলার সোনারামপুর থানার বাহাদুর বাজার এলাকার নোয়াব আলীর ছেলে সুমন।
এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/এমসি