![দুর্গাপুরে মুক্তিযোদ্ধাকে কটুক্তি করায় মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/13/durgapur-human-chain_130109.jpg)
দুর্গাপুর(নেত্রকোনা) , ১৩ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুরে গতকাল সোমবার মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষন কমিটির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, শহীদ পরিবার, স্বাধীনতা চেতনা বিরোধী জনগনের অংশগ্রহনে ঘন্টাব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুরে সাব-রেজিস্ট্রি অফিস সহকারী মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক কে সরকারী কাজে বাঁধা, চাঁদা দাবী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করায় বখাটে ভাসমান সাংবাদিক ওয়ালী হাসান এর বিচারের দাবীতে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষন কমিটির আহবায়ক আনিসুল হক সুমন, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম জীবন।
বক্তারা বলেন, ১০দিন পুর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেওয়ার পরেও অদ্যবধি পর্যন্ত আসামী ওয়ালী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের ভুমিকা দৃশ্যমান না হওয়ায় আগামী ৩দিনের মধ্যে গ্রেফতার না করা হলে কঠোর দেওয়ার ঘোষনা দেন।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/নির্ঝর