বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দুর্গাপুরে বিজ্ঞান মেলা শুরু

দুর্গাপুরে বিজ্ঞান মেলা শুরু

দুর্গাপুর(নেত্রকোনা) , ১৩ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুরে গতকাল সোমবার থেকে “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ স্লোগানে তিন দিন ব্যাপী ৩৯তম বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয়ের অফিসার ইনচার্জ ড. ভবানী সাহা, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগ এর সহ:সভাপতি আলী আসগর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, শিশুদের মেধা অন্বেষনে সরকার সারাদেশে নিরলস কাজ করছেন বিধায় আজকের এই বিজ্ঞান মেলাই তা প্রমান করে। পড়াশুনার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের মনযোগি হওয়ার আহবান জানানো হয়। মেলায় বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন নিয়ে ২০টি স্টলসহ উপজেলার ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত