![ফুলবাড়ীতে ব্র্যাকের বিশেষ অভিভাবক সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/13/sova_abnews_130117.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ১৩ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্র্যাকের বিশেষ অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জিজেডি) এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে এ বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় সমাবেশের উদ্বোধন করেন ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম।
এ সময় বক্তব্য রাখেন- ব্র্যাকের সেক্টর স্পেশালিষ্ট (জিজেডি) মোস্তফা কামাল, কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক জাহিদুর রহমান, ফুলবাড়ী উপজেলা ব্যবস্থাপক শিরিন আক্তার, ভুরুঙ্গামারী উপজেলা ব্যবস্থাপক মৃণাল কান্তি রায়, সহকারী শিক্ষক একরামুল হক।
পরে ব্র্যাকের শিশু শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/এমসি