শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফুলবাড়ীর পল্লীতে অগ্নিকান্ডে ৩টি মুদি দোকান ভস্মিভূত

ফুলবাড়ীর পল্লীতে অগ্নিকান্ডে ৩টি মুদি দোকান ভস্মিভূত

ফুলবাড়ীর পল্লীতে অগ্নিকান্ডে ৩টি মুদি দোকান ভস্মিভূত

ফুলবাড়ী (দিনাজপুর), ১৩ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দাউদপুর গ্রামে বিদ্যুতের সর্টসার্কিট অগ্নিকান্ডে ২টি মুদি দোকান ও ১টি হোটেল ভস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষাধিক টাকা।

গতকাল সোমবার দিবাগত রাত ২টায় দোকান মালিক আসাদুল দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর হঠাৎ করে দোকানে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে দোকানে ছুটে এসে দেখেন দোকানে রাখা সমস্ত মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। পাশে থাকা সুমন ও আব্দুর রউফ এর ২টি দোকানও পুড়ে যায়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকল বাহিনী ঘটনা স্থলে এসে ঘন্টা ব্যাপী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকানের মালিক আসাদুল, সুমন ও আব্দুর রউফ জানান, ৩টি দোকানের প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

স্থানীয় লোকজন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। বর্তমান তারা পুঁজি হারিয়ে অসহায়ত্বের মতো রয়েছেন।

এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত