শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৩০, আটক ৬

সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৩০, আটক ৬

সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৩০, আটক ৬

সদরপুর(ফরিদপুর) , ১৩ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম ও যাত্রাবাড়ি গ্রামের পূর্বকান্দি স্কুল মাঠে এলাকার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আজ মঙ্গলবার ভোরে দুই গ্রুপের মধ্যে পৃথক পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দু’পক্ষের প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সদরপুর,নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে নেওয়া হয়েছে বলে জানাযায়।

জানাযায়, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ুম চৌধুরী হিরুর সমর্থক মোঃ শাহিন তালুকদার ও বর্তমান চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ফকির এর গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ সৃষ্ট হয়।

ভোর হতেই দু’পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল,সরর্কি,কাতরা,রামদা নিয়ে স্ব-স্ব এলাকায় অবস্থান নেয়। নিজ গ্রাম এলাকায় সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ুম চৌধুরী হিরুর বাড়ি ও বর্তমান চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ফকিরের বাড়ি রয়েছে শৌলডুবী এলাকায়। বর্তমান চেয়ারম্যানের অধিকাংশ সমর্থকরা রয়েছে একই ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রাম এলাকায়। চেয়ারম্যান গ্রুফের উপর প্রতিপক্ষের রাধা নগর, খেয়াজেরডাঙ্গী, বিলগোবিন্দ্রপুর, নয়াকান্দি, রামচন্দ্রপুর, নিজগ্রাম, শ্রীরাঙ্গাল ও আদমপুর মোট ৮গ্রামের লোকজন যাত্রা বাড়ি এলাকায় হামলা চালায় বলে দাবী করেছেন বর্তমান চেয়ারম্যানের সমর্থকরা।

গতকাল সোমবার রাতে সদরপুর প্রশাসন বিষয়টি জানতে পেরে আজ মঙ্গলবার সকাল থেকেই ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। এছাড়াও ফরিদপুর র‌্যাব-৮ এর বাহিনী এলাকার বিভিন্নস্থানে টহল দেয়। মঙ্গলবার ভোর হতেই কয়েক দফায় হামলার ঘটনা ঘটলেও তেমন কোনো বড় সংঘর্ষের ঘটনা ঘটেনি এ রিপোর্ট লেখা পর্যন্ত । বিবাদ অঞ্চল থেকে এ পর্যন্ত সদরপুর থানা পুলিশ উভয়পক্ষের ৬জন কে আটক করেছে। তাদের সদরপুর থানা হেফাজতে রাখা হয়েছে।

অপরদিকে দু’পক্ষের হামলায় আহতরা হলেন, বিল্লাল ফকিরের সমর্থক মোঃ হাসান মাতুব্বর(৩০),মিজান ফকির(৩৫) আরও অজ্ঞাত৫জন। শাহিন তালুকদারের সমর্থক নয়াকান্দি গ্রামের রিজু(২৮),রামচন্দ্রপুর গ্রামের রব মাতুব্বর(৪৫) ও শাহিদ(৩৫),পূর্বকান্দি গ্রামের মোঃ সহিদ(২৮)সহ অজ্ঞাত ১৫জন।

হামলা ঘটনা সর্ম্পকে এলাকাবাসী সুত্রে জানাযায়, গত সোমবার কৃষ্ণপুর ইউনিয়নের কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে আসেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সাজেদা চৌধুরীর সমর্থক বর্তমান চেয়ারম্যান। উদ্বোধন শেষ করে তিনি চলে গেলে প্রতিপক্ষের ঠুনকো কথাকাটির জের ধরেই এ দু’পক্ষের মধ্যে এ বিবাদ শুরু হয়। বর্তমানে ওই এলাকায় হামলার আশংঙ্কা বিরাজমান রয়েছে। যেকোনো মুহুর্তে দু’পক্ষই সংঘর্ষে লিপ্ত হতে পারে এ কারনে এলাকায় পুলিশ মোতায়ন রাখা হয়েছে।

এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল ফকির জানান, গতকাল সোমবার সংসদ উপনেতার একটি সমাবেশ ছিলো। সমাবেশে আমার লোকজন আসার সময় তারা হামলা করে।

এ বিষয়ে শাহিনুর রহমান তালুকদার কে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে সদরপুর থানার তদন্ত কর্মকর্তা সুব্রুত গোলদার জানান, এখনও কোন পক্ষ থানায় মামলা করেনি। পরিবেশ শান্ত রাখার জন্যে পুলিশ সরেজমিনে রয়েছে।

এবিএন/মোঃ সাব্বির হাসান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত