
বোয়ালখালী (চট্টগ্রাম), ১৩ মার্চ, এবিনিউজ : ইয়াবা ব্যবসায়ীকে ধরতে গিয়ে চট্টগ্রামের বোয়ালখালী থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে গোমণ্ডী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
এসময় উপজেলার পূর্ব গোমণ্ডী রোহাই পাড়ার আবদুল হাকিমের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. জলিল (২৬)কে আটক করে পুলিশ। তার কাছে থাকা ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা ব্যবসায়ীর হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন, থানার সহকারি উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন, মো. আনিস ও কন্সটেবল আবু নোমান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার মিজানুর রহমান।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার উপ-পরিদর্শক মো. ফারুক।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গোমণ্ডী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী জলিলকে ধরে ফেলতে সক্ষম হয়। তাকে ছাড়িয়ে নিতে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুঁড়ে মারে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
খবর পেয়ে আরো পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।
এবিএন/রাজু দে/জসিম/এমসি