শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কয়রায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কয়রায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কয়রা (খুলনা), ১৩ মার্চ, এবিনিউজ : উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এড. শেখ মো. নুরুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ তমিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এ্যাড. শেখ আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী নিরাপদ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, মৎস্য কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পাউবো কর্মকর্তা মো. সেলিম মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাহাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ আমীর আলী গাইন, জিএম কবি শামছুর রহমান, এসএম শফিকুল ইসলাম, বিজয় কুমার সরদার, আ. সাত্তার পাড়, আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, আব্দুল্লাহ আল মামুন লাভলু, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ এড. কেরামত আলী, অধ্যক্ষ ডঃ চয়ন কুমার, অদৃশ অদিত্য মন্ডল, প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, দুদকের সভাপতি মোল্লা আবু দাউদ, স্কাউটসের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অধ্যাপক শহীদুল্যাহ শাহীন প্রমুখ।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এবং পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত মেরামত করতে সংসদ সদস্য জরুরী তাগিদ দেন।

পরে একই স্থানে উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এবিএন/শাহীন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত