বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ক্যান্সারে আক্রান্ত রাজীবকে বাঁচাতে বাবার আকুতি

ক্যান্সারে আক্রান্ত রাজীবকে বাঁচাতে বাবার আকুতি

ক্যান্সারে আক্রান্ত রাজীবকে বাঁচাতে বাবার আকুতি

লালমনিরহাট, ১৩ মার্চ, এবিনিউজ : কয়েক মাস আগে বিদ্যালয়ের অন্য সব শিক্ষার্থীর মতো রাজিবকে দেখা যেত সদা চঞ্চল ও হাস্যোজ্জ্বল। সেই রাজিব চিকিৎসার অভাবে আজ মৃত্যুর পথযাত্রী।

১৪ বছর বয়সী রাজিব লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ইসলামী আদর্শ বিদ্যা নিকেতনের ৮ম শ্রেণির ছাত্র। অর্থাভাবে রাজিবের জীবন বাতি যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাজিবকে বাঁচাতে আকুতি জানিয়েছেন বাবা রিক্সাচালক আলিমুদ্দিন।

মৃত্যু পথযাত্রী রাজিব ওই উপজেলার দক্ষিণ কোটতলী কেন্দ্রীয় কবরস্থান পাড়ার আলিমুদ্দিনের পূত্র। বাবা রিক্সা চালিয়ে তার ৪ ছেলে মেয়েসহ ছয় সদস্যের অভাবী সংসারের চাহিদা মেটানোর চেষ্টায় দিন-রাত শ্রম দিয়ে যাচ্ছেন। দিন যতই ঘনিয়ে আসছে হাস্যোজ্জ্বল রাজিবের মুখের হাসি যেন ক্রমেই মলিন যাচ্ছে। তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। বর্তমানে রাজিব রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. একেএম কামরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এ.কে.এম কামরুজ্জামান জানান, রাজিব ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। প্রাথমিক অবস্থায় এর চিকিৎসা করলে সুস্থ করা সম্ভব। তার চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন।

রাজিবের বাবা আলিমুদ্দিন বলেন, যে অসুখ রাজিবের জীবনে চেপে বসেছে তা যদি এখনি উন্নত চিকিৎসা করা না যায় তাহলে হয়ত রাজীব আর এই পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারবে না। এই ব্লাড ক্যন্সারের উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন।

আর এত টাকা আমার বা আমার পরিবারের পক্ষে যোগান দেয়া সম্ভব না। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাই। আপনাদের একটু সহযোগীতায় হয়তো আমার ছেলেকে বাঁচানো সম্ভব হবে। রাজীবের পরিবারের সাথে যোগাযোগের নাম্বার: ০১৭১৭-৬১১০৩৮।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত