বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বোদায় এবার জয়ীতা পুরস্কার পেয়েছে ৫ জন সফল নারী

বোদায় এবার জয়ীতা পুরস্কার পেয়েছে ৫ জন সফল নারী

বোদা (পঞ্চগড়), ১৩ মার্চ, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন সফল নারীকে এবার আন্তর্জাতিক নারী দিবসে জয়ীতা পুরস্কার প্রদান করা হয়েছে। ৫ ক্যাটাগরিতে তাদের এ জয়ীতা পুরস্কার প্রদান করা হয়।

সফল জননী হিসেবে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিকপাড়া গ্রামের আহম্মদ আলীর স্ত্রী মোছা. মনছুরা আক্তার বানু, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে উপজেলার বোদা সদর ইউনিয়নের কান্তমনি গ্রামের আব্দুর করিমের কন্যা মোছা. শান্তনা আক্তার বানু।

আরো রয়েছেন- শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে উপজেলা কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের নব কুমার রায়ে কন্যা দিপালী রানী, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী বোদা পৌরসভার জমাদার পাড়া গ্রামের মৃত. শামসুল হকের কন্যা মোছা. রুপনা বেগম, সমাজে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের সবচাঁদ বর্মন এর স্ত্রী জীতা রানী।

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত