
পঞ্চগড়, ১৩ মার্চ, এবিনিউজ : পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে সমানহারে কাজ না দেওয়ায় শ্রমিক সংগঠনের সদস্যরা মহাসড়ক অবরোধ করে।
মঙ্গলবার (১৩ মার্চ) সকাল থেকে ৬ঘন্টা ২৩০৫ কুলি শ্রমিক সংগঠনের সদস্যরা বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার পাথর বোঝায় ট্রাক লোড আনলোড বন্ধ করে রেখে মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করে। এসময় পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কের দুইপাশে শতাধীক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে সংগঠনের সদস্যরা আট ঘন্টা পর সড়ক অবরোধ স্থগিত করে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ২৩০৫ কুলি শ্রমিক সংগঠনের সভাপতি গোলাম রইসুল জানান, বাংলাবান্ধা স্থলবন্দরে রাজশাহী শ্রম অধিদপ্ত কর্তৃক ২৩০৫ ও ২৬৩৪ নামে দুটি কুলি শ্রমিক সংগঠনকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। দুটি কুলি শ্রমিক সংগঠনকে সমানহারে কাজ করার কথা থাকলেও ২৬৩৪ কুলি শ্রমিক সংগঠনের সদস্যরা ২৩০৫ কুলি শ্রমিক সংগঠনের সদস্যদের কাজ করতে দিচ্ছে না।
ন্যায্য দাবি আদায়ের জন্য মহাসড়কে অবরোধ কর্মসূচী পালন করতে বাধ্য হই। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ স্থগিত করি। যদি আমাদের দাবি না মানা হয় তবে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো।
এবিএন/ ডিজার হোসেন বাদশা/জসিম/নির্ঝর