বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চিরিরবন্দরে স্কুল এন্ড কলেজের আবাসিক ভবনে অগ্নিকান্ড

চিরিরবন্দরে স্কুল এন্ড কলেজের আবাসিক ভবনে অগ্নিকান্ড

চিরিরবন্দরে স্কুল এন্ড কলেজের আবাসিক ভবনে অগ্নিকান্ড

চিরিরবন্দর (দিনাজপুর) , ১৩ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলহেরা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের আবাসিক ভবনে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। খবর পেয়ে পাবর্তীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকান্ডের ঘটনাটি গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ৮টায় উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গা নামকস্থানের আলহেরা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের আবাসিক ভবনে ঘটেছে। অগ্নিকান্ডে প্রতিষ্ঠানের ৫টি কক্ষের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বইপত্রসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণরুপে পুড়ে যায়। অগ্নিকান্ডে একটি মোটরসাইকেলসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। স্থানীয়রা জানান, আবাসিক ভবনের পূর্বপাশের একটি ঘর থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফ জানান, ওইসময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষেই ছিল। তারা শুধুমাত্র রাতে ওই কক্ষগুলোতে ঘুমাতো।

অধ্যক্ষ মো. মোজাম্মেল হক জানান, অগ্নিকান্ডে একটি মোটরসাইকেলসহ প্রতিষ্ঠানের ৫টি কক্ষের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত