![চিলমারীতে ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/13/abnews-24.bbbbbbb_130150.jpg)
চিলমারী (কুড়িগ্রাম), ১৩ মার্চ, এবিনিউজ : “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে থানাহাট এইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন,
উপজেলা মাধ্যমিক অফিসার দীপক কুমার বণিক,প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মো. আ. হালিম, থানাহাট এইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেফাউন্নাহার সাজু প্রমুখ। পরে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং প্রকল্প প্রদর্শণীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কর হয়।
এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা