বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গোদাগাড়ীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

গোদাগাড়ীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

গোদাগাড়ী (রাজশাহী), ১৩ মার্চ, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২ শ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে অপস্ এন্ড ইন্টিলিজেন্স সেল -৪ এপিবিএন বগুড়া জোনের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী যুবক হলেন তানোর উপজেলার মন্ডুমালা চুনিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে জসিমউদ্দীন (২৩)।

এপিবিএন এর এসআই আতাউর রহমান জানান, গতকাল সোমবার বিকেল ৪ টার সময় গোদাগাড়ী আমনুরা মহাসড়কে দিগরাম ঘুন্টি এলাকায় গোদাগাড়ী থেকে ছেড়ে যাওয়া লেগুনাতে যাওয়ার সময় দাঁড়াতে বললে দুই যুবক লেগুনা থেকে নেমে দৌড় দিয়ে পালানোর সময় একজনকে ধরে তল্লাশী করে প্যান্টের পকেট থেকে দুই প্যাকেট হেরোইন পাওয়া যায়। হেরোইনসহ জসিমউদ্দীনকে আটক করা হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থেকে আমনুরা যাওয়ার সময় দুই ব্যাক্তিকে সন্দেহজনক দাড়াতে বললে দৌড় দিয়ে পালানোর সময় এক ব্যাক্তিকে আটক করা হয়।পরে তল্লাশী করে হিরোইন পাওয়া যায়। আটককৃত যুবকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত