শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে ‘ভিসিএফ সুরক্ষায় জন উদ্যোগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ‘ভিসিএফ সুরক্ষায় জন উদ্যোগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ‘ভিসিএফ সুরক্ষায় জন উদ্যোগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়ি (চট্টগ্রাম), ১৩ মার্চ, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার ’বন বাচলে-থাকবে পানি’ ’করলে রক্ষা জংগল বন-থাকবো সুখে আজীবন’ প্রতিপাদ্য বিষয়ে ”মেীজাবন বা ভিসিএফ সুরক্ষায় জনউদ্যোগ” শীর্ষক প্রকল্পের প্রকল্প অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গগলবার সকালে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা বেসরকারী উন্নয়ন সংস্থা জাবারাং আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ইউএনডিপি’র প্রতিনিধি উশিংমং চৌধুরী, চাকমা সার্কেল চীফ’র প্রতিনিধি সুদত্ত চাকমা, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। উন্মুক্ত আলোচনা সভায় অংশ গ্রহন করেন ভিসিএফ কমলছড়ি মুখ সহ সাধারন সম্পাদক সদস্য কাজল চাকমা, খাগড়াছড়ি জেলা ভিসিএফ নেটওয়ার্ক কমিটি সভাপতি যুবলক্ষন চাকমা, উল্টাছড়ি বিহার পাড়া ভিসিএফ কমিটির সদস্য চন্দ্রা চাকমা, ৫০নং বাঘাছড়ি মৌজার হেডম্যান সত্যেন্দ্রিয় চাকমা, ৮৯নং লক্ষ্মীছড়ি জ্ঞান লাল তালুকদার, ২৬০নং ইটছড়ি মৌজার হেডম্যান সাথাউ মারমা।

এসময় মৌজাবন বা ভিসিএফ সুরক্ষায় জন উদ্যোগ প্রকল্পের সুবিধাভোগী, জেলা বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, এনজিও ব্যক্তিত্ব, বনবিভাগের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করেন। ছড়া, ঝিড়ির পাশে রাখবো প্রাকুতিক বন থাকবে পানি সারাক্ষণ, আমার বন আমার ঐতিহ্য আমার ভবিষ্যৎ, বন্যপ্রাণী ও পরিবেশ বাঁচায় প্রাকৃতি বাঁচায় দেশ শ্লোগানে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সহযোগীতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সিএইচটিডব্লিউসিএ, এসআইডি-সিএইচটি প্রকল্পের আওতায় ইউএনডিপি।

প্রধান অতিথি কংজরী চৌধুরী বলেন, জলবায়ুকে সাম্যঞ্জস্য রেখে সংশ্লিষ্ট গাছ বেশী করে লাগাতে হবে। এখন বিলুপ্ত প্রায় ২শ প্রজাতির গাছ হারিয়ে যেতে বসেছে। ৬ রকমের বাঁশ প্রজাতি সংরক্ষন করতে হবে। লাভ জনক স্বল্প মেয়াদি গাছ লাগানোর ফলে দীর্ঘ মেয়াদি গাছ হারিয়ে যাচ্ছে। যে লক্ষে পাড়াবন সৃষ্টি হয়েছে সে লক্ষে পাড়াবন সুরক্ষা করা সকল এলাবাসীদের অনেক দায়িত্ব রয়েছে। মৌজাবন বা ভিসিএফ সুরক্ষায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এই প্রকল্পের উপকারভোগীদের পাশে থাকবে।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত