সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
খালেদা জিয়ার মুক্তির দাবীতে

গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাজীপুর, ১৩ মার্চ, এবিনিউজ : সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আটক বেগম খালেদা জিয়া উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি পাওয়ার অনিশ্চিতা দেখা দেওয়ায় গাজীপুর জেলা ছাত্রদল বিক্ষোভ করেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরের চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদল।

কুমিল্লার আদালত হাজিরা পারোয়ানা জারির পর জামিন পেলেও খালেদা জিয়া ছাড়া পাওয়ার অনিশ্চিতা দেখা দেয়া এবং কারা হেফাজতে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের মৃত্যুর প্রতিবাদে গাজীপুর জেলা ছাত্রদল এই প্রতিবাদ জানান। মঙ্গলবার সকালে জেলা ছাত্রদল নেতা মো. বেলায়েত হোসেন মোড়ল এর নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতা-কর্মীরা।

এসময় প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা মো. বেলাল সরকার, মাহামুদুল হাসান রনি, রাকিব সরকার, ইমরান চৌধুরী হিমু, জাহিদুল সরকার বাদল, রাসেল মাহমুদ, এস এম সাদ্দাম হোসেন, তাছলিম উদ্দিন, আবু হোসেন ফাহাদ, আশরাফুল শেখ, জিলান হাসনাত, সোহেল খান, এ এম খান সুজন, সোহেল ফরাজি ও শিহাব হোসেন প্রমূখ।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত