শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নেপালে বিমান দূর্ঘটনায় সিরাজগঞ্জের স্বামী স্ত্রীর মৃত্যু

নেপালে বিমান দূর্ঘটনায় সিরাজগঞ্জের স্বামী স্ত্রীর মৃত্যু

নেপালে বিমান দূর্ঘটনায় সিরাজগঞ্জের স্বামী স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ, ১৩ মার্চ, এবিনিউজ : নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেনের যাত্রী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভাগের সহকারী অধ্যাপিকা ইমরানা কবির হাসি ও একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার রকিবুল হাসান মারা গেছেন। নিহত রকিবুল হাসান সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিনানই গ্রামের মৃত রবিউল করিমের ছেলে ও ইমরানা কবির হাসি রুয়েটের শিক্ষিকা ও রকিবুলের স্ত্রী।

এ মর্মান্তিক খবর তার গ্রামের বাড়ী পৌছলে পরিবারের মধ্যে কান্নার রোল পড়ে যায়। শোকে এলাকার চারদিক ভারী হয়ে ওঠে। পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম। নিহতের চাচাতো ভাই স্থানীয় বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ১৫ দিনের ছুটি নিয়ে রকিবুল তার স্ত্রী হাসিকে নিয়ে নেপালে বেড়াতে যাওয়ার পথে ওই বিমান বন্দরে এ মর্মান্তি দূর্ঘটনা ঘটে। রুয়েট শিক্ষিকা ও ইঞ্জিনিয়ার দম্পতি বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানাজানি হলে সোমবার সন্ধ্যায় চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম রকিবুলের গ্রামের বাড়িতে যান এবং রকিবুলের মৃত্যু খবর নিশ্চিত করেন। রকিবুলের স্ত্রী নেপালের হাসপাতালে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

এবিএন/ এস,এম তফিজ উদ্দিন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত