![দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর চেক বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/13/durgapur-chack_130167.jpg)
দুর্গাপুর(নেত্রকোনা) , ১৩ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে ৪জন অসুস্থ মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রান তহবিল থেকে ১লক্ষ ১০হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সোমবার সন্ধায় অসুস্থ মুক্তিযোদ্ধাদের হাতে চেক তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মাইকেল প্রদীপ বাউল, তোবারক হোসেন খোকন, নির্মলেন্দু সরকার বাবুল, ধ্রুব সরকার, জামাল তালুকদার, জুয়েল রানা, সুমন রায়, ডাঃ কামরুল ইসলাম ইসলাম, মাসুম বিল্লাহ্ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান সরকার সমাজের সকল শ্রেনীর মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রেখে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় আনতে সকলকে আহবান জানানো হয়।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/নির্ঝর