![সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/13/sirajgonj@abnews_130170.jpg)
সিরাজগঞ্জ, ১৩ মার্চ, এবিনিউজ : দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। গতকাল সোমবার সন্ধায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেই সাথে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক একরামুল হকের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না ৪৮ ঘন্টার মধ্যে সে বিষয়টি তাদের কারণ দর্শাতেও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক বিজ্ঞপ্তি প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন।
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/নির্ঝর