শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গোদাগাড়ীতে নববধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

গোদাগাড়ীতে নববধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

গোদাগাড়ী (রাজশাহী), ১৩ মার্চ এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর হিজলগাছি গ্রাম থেকে নুশরাত জাহান (২৭) নামের এক নব বধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর বাড়ি থেকে ওই নববধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর নববধূর স্বামী সাকিবকে আটক করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন বলেন, মোবাইলে প্রেমের সূত্র ধরে ৩/৪ মাস আগে নুশরাত জাহানের সঙ্গে পিরিজপুর গ্রামের আরমান আলীর ছেলে সাকিব হোসেনের বিয়ে হয়। এটি সাকিব হোসেনের প্রথম এবং নুশরাত জাহানের দ্বিতীয় বিয়ে।

গতকাল সোমবার রাতে তারা এক সঙ্গে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে সাকিব দেখেন তার স্ত্রী ঘুমিয়ে আছে। এ সময় সাকিব বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে দেখেন নুশরাত মারা গেছে। এ সময় থানায় খবর দেওয়া হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে স্বামী এই কথা বললেও ঘটনাটি রহস্যজনক। এছাড়া মরদেহ উদ্ধারের পর তার গলার বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সাকিবকে আটক করা হয়েছে। সে একেক বার একেক রকম তথ্য দিচ্ছে।

প্রাথমিকভাবে স্পষ্ট যে, এটি আত্মহত্যা নয়। তবে তাকে হত্যা করা হয়েছি কি না সে বিষয়টিও ময়নাতদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। সাকিবের অভিযোগ, বিয়ের পর থেকে নুশরাত প্রায় মোবাইল ফোনে অন্য কারও সঙ্গে যোগাযোগ করতো তার সঙ্গে নুশরাতের সম্পর্কও ছিল।

তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাকিবকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাকিবকে জিজ্ঞাসাবাদ শেষে এই ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন।

এবিএন/রমজান আলী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত