বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

সিরাজগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

সিরাজগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

সিরাজগঞ্জ, ১৩ মার্চ এবিনিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মাদ নাসিমের জনসভা উপলক্ষ্যে উপজেলা আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২৪ মার্চ সকালে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ধিত ৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করবেন এবং বিকালে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, মোহাম্মদ নাসিম। মন্ত্রীর কর্মসূচী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম চান, সাধারণ সম্পাদক খোন্দকার শরিফুল আলম, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ পৌর মেয়র আব্দুুল্লাহ আল পাঠান, ফেরদৌস আলম তালেব, তৌহিদুল ইসলাম শাহিন, জাহিদুল ইসলাম মাইকেল, গোলাম হাসান সুমন, জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তাগণ আগামী ২৪ মার্চ জনসভাকে সাফল্য মন্ডিত করার জন্য আওয়ামী লীগ, ও তার অঙ্গ সংঘঠনের নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত