শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
প্রেমের বিয়েকে মেনে না নেয়ায়

লালমনিরহাটে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

লালমনিরহাটে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

লালমনিরহাট, ১৩ মার্চ এবিনিউজ : প্রেমের পরিনয় বিয়েকে মেনে না নিয়ে উল্টো জামাইয়ের বিরুদ্ধে অপহৃরণ মামলা দেয়ায় পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সানজিদা খানম রনি নামে এক মেয়ে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধার ফকিরপাড়া গ্রামে। আজ মঙ্গলবার দুপুরে ওই এলাকার জহরুল ইসলামের বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সানজিদা অভিযোগ করেন, আড়াই বছর আগে একই এলাকার জহরুল ইসলামের ছেলে মেহেদী হাসান মাসুমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বাবা আবুল কাশেম খাঁন মেনে না নিয়ে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এতে ব্যর্থ হলে ৬ মার্চ আমি কলেজে আসার ছলে পালিয়ে মেহেদীকে বিয়ে করি। বর্তমানে শশুরবাড়িতে ঘর সংসার করতে থাকি। সবকিছু জেনেও ৮মার্চ হাতীবান্ধা থানায় আমার বাবা আমার স্বামী ও তার পরিবারকে বিপাকে ফেলতে একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৮। সংবাদ সম্মেলনে সানজিদা ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে সে অপহরন হয়নি বলে দাবি করেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত