শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo

বাগমারায় মহিলা লীগের উদ্যোগে নেত্রী সমাবেশ

বাগমারায় মহিলা লীগের উদ্যোগে নেত্রী সমাবেশ

বাগমারা (রাজশাহী), ১৩ মার্চ, এবিনিউজ : রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নেত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে মহিলা আ.লীগের সভানেত্রী মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগমের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য নারগীস বেগম, জেলা আ.লীগের সদস্য জাহানারা বেগম, উপজেলা মহিলা আ.লীগের দপ্তর সম্পাদক মিরা পারভীন, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মমতাজ আক্তার বেবী প্রমুখ।

এ সময় উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ পৌরসভার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী নিবার্চনকে কেন্দ্র করে দলকে সু-সংগঠিত করতে এই নেত্রী সমাবেশ বলে জানা গেছে।

এবিএন/শামীম রেজা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত