শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
শাওন হত্যার বিচার দাবীতে

ময়মনসিংহে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী ঘোষনা

ময়মনসিংহে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী ঘোষনা

ময়মনসিংহ, ১৩ মার্চ এবিনিউজ : ময়মনসিংহে নিহত সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশফাক আলরাফী শাওন হত্যার বিচারের দাবি জানিয়েছেন শাওনের বড় বোন ফাইজা ইসরাত ফ্লোরা। এবার ফ্লোরার ডাকে সাড়া দিয়েছে মহানগর আওয়ামী লীগ নেতারা। গতকাল সোমবার রাতে নগরীর শিববাড়ী এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শাওন হত্যার বিচার দাবির জরুরি বৈঠকে মহানগর আওয়ামীলীগ কর্মসূচী ঘোষনা করে।

সভায় নেতাকর্মীর প্রস্তাবনার পর ১৫ মার্চ বিকাল ৩ টায় কৃষ্ণচূড়া চত্বরে শাওন হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন মহানগর আওয়ামীলীগ। মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলমের সভাপতিত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নগরীর ২১টি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা ও মহানগর যুবলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগসহ অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নিহত ছাত্রলীগ নেতা আশফাক আলরাফী শাওন স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সোমবার (১২ মার্চ) রাতে শাওন হত্যার বিচার দাবির জরুরি সভায় নেতাকর্মীরা বলেন, এই হত্যাকাণ্ডের জন্য মামলা করা হবে ময়মনসিংহ নগরীর ২১টি ওয়ার্ড থেকে। এমনকি জেলা যুবলীগও ঘোষণা দিয়েছে মামলাসহ হাইকোর্টে রিট করার। তবুও হত্যার বিচার হতে হবে। অপরাধীকে আইনের আওতায় আসতেই হবে। মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম বলেন, ‘শাওন হত্যার অবশ্যই বিচার হতে হবে। অতি দ্রুতই এই বিচার হতে হবে। শাওন গুলিবিদ্ধ হওয়ার ১৬ দিনে ময়মনসিংহের আইন প্রয়োগকারী সংস্থা সঠিক তথ্য উদঘাটনে ব্যর্থ হয়েছে। তবে প্রকৃত আসামিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

এদিকে, সোমবার (১২ মার্চ) দুপুরে শাওন হত্যাকাণ্ডের বিচার চেয়ে তার সহোদর বোন ফাইজা ইসরাত ফ্লোরা শহরে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতাদের চাচা বলে সম্বোধন করে এগিয়ে আসার দাবি জানিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জরুরি সভার আয়োজন করে।

সেখানে ২১টি ওয়ার্ড নেতারা দাবির মুখে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন, ‘প্রয়োজনে আমি বাদী হয়ে মামলা করবো। ছাত্রলীগ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন। ছাত্রলীগ নেতা শাওন আমার ভাই। আমি নিজেও ছাত্রলীগ করেছি। সমস্ত লড়াই সংগ্রামে অংশ নিয়েছি। শাওন রাজপথে সক্রিয় ছিল। সেই শাওন হত্যা ছাত্রলীগের বিরুদ্ধে গিয়েছে। তেমনি আওয়ামী লীগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়েছে। তার পরিবার মামলা করেনি বলে শাওন হত্যার বিচার হবে না? তা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মেনে নিতে পারছে না। ফলে এর দায়ভার পড়ছে আমাদের উপর।’

তিনি আরও বলেন, ‘শাওনের বোন ফ্লোরা এই হত্যার বিচার চেয়েছে। ভাই বোনের সম্পর্কের দায়িত্ব সে দেখিয়ে দিয়ে প্রমাণ করেছে, বাবা বিচার না চাইতে পারলেও বোন চেয়েছে। শাওন আজ নেই। ময়মনসিংহে শাওনের অসংখ্য ভাই বোন থাকতে শাওন হত্যার বিচার হবে না? তা হতে পারে না। অবশ্যই ময়মনসিংহের মাটিতে শাওন হত্যার বিচার হবে ইনশাআল্লাহ।’ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, মহানগর আওয়ামী লীগ নেতা হোসাইন জাহাঙ্গীর বাবু, জেলা যুবলীগ আহবায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহরিয়ার মো. রাহাত খান, মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক রাসেল পাঠান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক উষাণ প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে ঢাকার ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গুলিবিদ্ধ আশফাক আলরাফী শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাওনের মরদেহ ওইদিন বিকেলে ময়মনসিংহ নগরী আকুয়ার নিজ বাড়িতে আনা হয়। পরদিন তার গ্রামের বাড়ি ফুলবাড়ীয়া উপজেলা লক্ষীপুর এলাকায় পারিবারিক কবরস্থানে শাওনকে সমাহিত করা হয়।

উল্লেখ্য, ২৫ ফেব্র“য়ারি মধ্যরাতে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদের সামনের এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আলরাফী শাওন রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। এ সময় তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা শাওনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। শাওন আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকার বাসিন্দা এবং সাবেক জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এম এ কদ্দুসের ছেলে।

কোতুয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, রাত ২টার দিকে নগরীর জেলা পরিষদের সামনে কয়েকজন বন্ধু মিলে দাঁড়িয়ে ছিলেন শাওন। এ সময় তিনি রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়। তখন স্থানীয়রা খোঁজ পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করেন। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান ওসি।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত