শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দিনাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

দিনাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

দিনাজপুর, ১৩ মার্চ, এবিনিউজ : দিনাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। ঘাড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, সমানপুর এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এরা হলো বালাহারের নুরুজ্জামানের ছেলে হাফিজুর (১২), বামনডাঙ্গার শামসুল ইসলামের ছেলে ইমরান (১৩) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে খাদেমুল ইসলাম (১২)। আহত মিলনকে (১১) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরা ঘোড়াঘাটের বলাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

ওসি আমিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেলা ৩টার দিকে উপজেলা পরিষদে বিজ্ঞান মেলা দেখে একটি মোটরসাইকেলে চার কিশোর বামনডাঙ্গার দিকে যাচ্ছিল। এমন সময় ঘোড়াঘাট-ওসমানপুর সড়কে সুরা মসজিদের কাছে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়।

ওসি জানান, ঘটনাস্থলেই হাফিজুর মারা যায়। আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ইমরান ও খাদেমুলের মৃত্যু হয়।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত