শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালী উপজেলা আওয়ামী কৃষকলীগের কমিটি গঠন

কাউখালী উপজেলা আওয়ামী কৃষকলীগের কমিটি গঠন

কাউখালী (পিরোজপুর), ১৩ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের উপজেলা সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে উপজেলা ডাকবাংলো হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে মো. আলমগীর হোসেন সভাপতি ও মো. শামীম খানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আওয়ামী কৃষকলীগের সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত সাংগঠনিক কমিটি পিরোজপুর জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. চানঁ মিয়া মাঝি ও যুগ্ম-আহ্বায়ক এডভোকেট দিলীপ কুমার মাঝি এই কমিটি অনুমোদন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আব্দুস শহীদ, আওয়ামী লীগের ভারপ্রারপ্ত সভাপতি শাহ মো. কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পদাক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট এম. আউয়াল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, সাধারণ সম্পাদক মিন্টু তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ।

এছাড়া সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত