শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বদলগাছীতে নির্মাণাধীন দুই ইটভাটায় জরিমানা

বদলগাছীতে নির্মাণাধীন দুই ইটভাটায় জরিমানা

বদলগাছী (নওগাঁ), ১৩ মার্চ, এবিনিউজ : নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের মির্জাপুর এবং বিষ্ণপুর গ্রামে কৃষি জমিতে অবৈধভাবে গড়ে উঠা নির্মাণাধীন ইটভাটায় সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্রেট মো. রওশন আলী আজ মঙ্গলবার সকাল ১১টায় এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৮০ হাজার জরিমানা করে।

মির্জাপুর গ্রামে অবৈধ ইটভাটার মালিক সিদ্দিক এর ৩০ হাজার ও বিষ্ণপুর গ্রামের ইটভাটার মালিক রোমন এর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত ম্যাজিষ্ট্রেট মহিউদ্দীন অবৈধভাবে ইটভাটা গড়ে তোলায় প্রাথমিক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সিদ্দিকের ৩০ হাজার টাকা ও রোমনের ১০ হাজার টাকা জমিমানা করেছিল।

এছাড়াও তাদের দুইজনের নিকট থেকে পূনরায় তারা ইটভাটা গড়ে তুলবেনা মর্মে অঙ্গীকার নামা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্টে্েরটর নিকট প্রদান করেন। এরপরও তারা আইন ও অঙ্গীকারনামা ভঙ্গ করে ইটভাটা নির্মাণ কাজ পূনরায় শুরু করায় ঐ ২ ইটভাটায় আবারও গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন আলী বলেন, এরপরও যদি তারা অবৈধ ইটভাটার নির্মাণ কাজ শুরু করে তাহলে আবারও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকের ২ লাখ টাকা জরিমানা অথবা ২ বছর করে জেলের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত