বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

লক্ষ্মীপুরে মিজান বাহিনী কর্তৃক হামলা, লুটপাট

লক্ষ্মীপুরে মিজান বাহিনী কর্তৃক হামলা, লুটপাট

লক্ষ্মীপুর, ১৩ মার্চ, এবিনিউজ : লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার চরবংশীতে মিজান বাহিনীর অত্যাচার লুটপাট-ভাংচুর ও হামলায় নারী-পুরুষ সহ আহত হয়েছেন ৭ জন।

এ ঘটনায় রায়পুর থানায় মামলা হয়েছে। যার নং - ৭/৪১, স্মারক নং-১১৬১। মামলার এজাহার সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের মৃত আব্দুল লতিফের ছেলে মিজান ছোটবেলা হতে অত্র এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গা-ঢাকা দিতে গিয়ে রায়পুর উপজেলার চরবংশীতে আসে।

এখানে সুজা মিয়ার ছেলে হারুন (৪৫), মুজুব আলীর ছেলে সুজা (৪৮), গণি গাজীর ছেলে আলাউদ্দিন (৩০), আকরাম আলীর ছেলে হানিফ, হারুনের ছেলে জাবেদ (২৫), আরাফাত (২২), হাফেজ গাজির ছেলে কবির, শফিজল সর্দারের ছেলে দুলাল (৩০), শাহজাহান (২৮), ইব্রাহিম (২৩), মজম আলী চকিদারের ছেলে সিদ্দিক (২২) সহ ২০/২২ জনের একটি বাহিনী গঠন করে জমি দখল, গরু চুরি, পুকুরের মাছ লুট করে আসছে। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলছেনা বলে জানা গেছে।

গত রবিবার ভোর রাতে বশির বেপারীর পুকুরে জোর করে হারুন তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে মাছ ধরার চেষ্টা করলে বশির বেপারী বাধা দেয়। এতে হারুন ক্ষীপ্ত হয়ে বশির বেপারীর ঘরবাড়ি ভাংচুর করে, প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়, খাদ্য-দ্রব্য লেপ-তোষক পানিতে পেলে দেয়।

এসময় এলোপাতাড়ি পিটিয়ে বশির বেপারি (৬০), তহির বেপরী (৭০), জয়নাল আহম্মেদ (৩২), সাহেদা (৩০), স্বপ্না (২৩), ইব্রাহিম (২৪) ও আব্দুর রহিমের স্ত্রী রানী বেগমকে মারাত্মক আহত করে। এর মধ্যে বশির বেপারীর অবস্থা আশঙ্কাজন বলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। তার ডান পায়ের তালুতে রাখসা মারার কারণে মারত্মক যখম হয়েছে বলে জানান।

তিনি আরো জানান, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করতে হতে পারে।

এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত