শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বিশুদ্ধ পানির দাবিতে সোনাকান্দায় মানববন্ধন

বিশুদ্ধ পানির দাবিতে সোনাকান্দায় মানববন্ধন

বন্দর (নারায়ণগঞ্জ), ১৩ মার্চ, এবিনিউজ : পানি নাই, পানি চাই, বিশুদ্ধ পানি কবে পাব জানতে চাই এ শ্লোগানে বৃহত্তর সোনাকান্দা এলাকাবাসীর উদ্যোগে দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি বন্ধ এবং বিশুদ্ধ পানি সরবারাহের দাবিতে মানববন্ধন ও ওয়াস ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডস্থ সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহত্তর সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি ও সমাজসেবক ফজলুল হক ফজলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখে সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি ও সমাজ সেবক আব্দুল গফুর, সমাজ সেবক মাজহারুল হোসেন মনির, দড়ি-সোনাকান্দা এলাকার সমাজ সেবক মেজবা উদ্দিন স্বপন।

মানববন্ধনে অংশ গ্রহণ করেন দড়ি-সোনাকান্দা এলাকার সমাজ সেবক মতিউর রহমান মতি, সোনাকান্দা এলাকার সমাজ সেবক মোঃ আলম, আব্দুল আলিম, খোকন মৃধা, মোখলেছ মৃধা, ওমর মাসুদ, বাবুসহ সোনাকান্দা এলাকার ক্ষুদে ও কমল মতি শিশুরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ওয়াসা পানি সেবন করে সোনাকান্দা এলাকাসহ এর আশে পাশের বহু মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পরছে। আমরা এই মানব বন্ধন থেকে এমপি সেলিম ওমসান ও নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভিকে জানাতে চাই। আপনারা এ ওয়ার্ডে আসুন এবং সরজমিনে দেখুন এ ওয়ার্ডে বাসিন্দারা পানির জন্য কত কষ্টে রয়েছে।

এ ওয়ার্ডে প্রায় ৩৫ হাজার জনগন র্দীঘদিন ধরে পানি কষ্টে ভুগছে। সে সাথে স্থানীয় বিক্ষুদ্ধ এলাকাবাসী স্থানীয় এমপি ও মেয়রকে এ ওয়ার্ড থেকে এক গ্লাস পানি খেয়ে যাওয়ার আমন্ত্রন জানানো হয়।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত