![তারাগঞ্জে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/13/sova_abenws_130214.jpg)
তারাগঞ্জ (রংপুর), ১৩ মার্চ, এবিনিউজ : জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে রংপুরের তারাগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী এক আলোচনা সভা আজ মঙ্গলবার উপজেলা অফির্সাস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ইসলামি ফাউন্ডেশনের শিক্ষকেরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তব্য দেন রংপুরের ইসলামি ফাউন্ডেশনের পরিচালক মো. আবুল কালাম, তারাগঞ্জের ইউএনও জিলুফা সুলতানা, তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম, সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আজম, ইসলামী ফাউন্ডেশনের তারাগঞ্জের ফিল্ড সুপারভাইজার একরামুল হক, মডেল ও সাধারণ কেয়ারটেকারবৃন্দ।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি