
বান্দরবান, ১৩ মার্চ, এবিনিউজ : পরিবেশ রক্ষায় সাংবাদিক ও সুশীল সমাজের সাথে জেলা প্রশাসকের এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
বান্দরবানের নবাগত জেলা প্রশাসক মো: অাসলাম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল ইসলাম, বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুর রহমান, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন বান্দরবান জেলা একটি পর্যটন নগরী। এই জেলার উন্নয়ন চাইলে পর্যটন শিল্পের মাধ্যমে করা সম্ভব। কারণ প্রতিটি দেশের পর্যটন শিল্পের মাধ্যেমে সেই দেশ প্রতি বছর প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করে। পর্যটনের জন্য খুবই জনপ্রিয় আমাদের এ বান্দরবান জেলা। তাই প্রকৃতির টানে প্রতি বছর দেশী-বিদেশী বিভিন্ন পর্যটকরা এই বান্দরবানে বেড়াতে আসেন।
বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকদের কাছে বান্দরবান জেলাকে আর্কষণীয় করার জন্য সকল প্রয়োজনীয় ব্যাবস্থা বান্দরবান জেলা প্রশাসন থেকে গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে বান্দরবান জেলা একদিন বাংলাদেশের শেরা পর্যটন নগরী হিসেবে পরিচিতি লাভ করবে।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/এমসি