শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ময়মনসিংহ, ১৩ মার্চ, এবিনিউজ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বইলর মডেল নামকস্থানে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংঘর্ষে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে বইলর মডেল নামকস্থানে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ৮জন গুরুতর আহত হয়।

ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭টার দিকে জয়নাল আবেদীন (৪৫) নিহত হয়। এছাড়াও আরো ৭ জন আহত হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. জার্জিজ জানান, সড়ক দুর্ঘটনার ৮ জন রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে একজন নিহত ও ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ৩ জনের অবস্থা আশংকাজনক।

ত্রিশাল থানা পুলিশের পরিদর্শক (এসআই) চাঁদ মিয়া জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত