![কালিগঞ্জের ৮০ভাগ রাস্তার রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/satkhira@abnews (3)_130255.jpg)
কালিগঞ্জ, ১৪ মার্চ, এবিনিউজ : মহা-সড়ক থেকে শুরু করে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাথে জনগুরুত্বপূর্ন সংযোগ রাস্তা গুলো দীর্ঘকাল মেরামত ও রক্ষনাবেক্ষন না করায় ৮০ ভাগ রাস্তা দিয়ে চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। এ সব রাস্তায় পরিবহন, বাস, ট্রাক, পিকাপ, মহেন্দ্র, ইজিবাইক, তিন চাকার ইঞ্জিন ভ্যান, নসিমন করিমন, বাইসাইকেল এমন কি পায়ে হেঁটে চলাচলেও ভীষন কষ্টদায়ক হয়ে উঠেছে।
সড়কগুলির অধিকাংশ স্থানে পরিণত হয়েছে খানাখন্দকে। যার কারণে পিচের সড়ক গুলোর বিটুমিন, ইট, খোয়া উঠে গিয়ে রীতিমত কাঁচা মাটির রাস্তায় পরিনত হয়েছে। যেন মড়ার উপর খাড়ার ঘাঁ...? আর বর্ষা মৌসুমের কথা মনে উঠলেই যেন প্রাণটা হাত নিয়েই পথচারীরা হতাশ হয়ে যান। রাস্তায় জমে থাকা সৃষ্ট পানি ঐ সমস্ত খানা খন্দকে পরিপূর্ন হয়ে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হয় যাত্রী সাধারণ। এসব রাস্তা দিয়ে বর্ষকালে মানুষ চলতে গিয়ে কোন না কোন ভাবে দূর্ঘটনার শিকার হন। অনেকে আবার মেরুদন্ড সমস্যায় আক্রান্ত হয়ে ভোগেন দিনের পর দিন।
তবুও মানুষ জীবন বাঁজি রেখে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলছে প্রয়োজনের তাগিদে । দুর-দুরান্ত থেকে আসা স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা এখন সময় মত স্কুলে উপস্থিত হতে পারছেনা। উপজেলা সদর থেকে দূরবর্তী হাটবাজার গুলোতে ব্যবসায়িদের মালামাল পরিবহন ব্যায় অনেক গুন বেড়ে গেছে। যোগাযোগ ব্যবস্থার ত্রুটির কারণে ব্যবসায়িরা প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করতে পারছেনা। যার কারণে নিত্যপণ্যের দামও অনেক বেড়ে গেছে। এখন গ্রামগঞ্জের অনেক ঔষুধের দোকন গুলোতে প্রয়োজনীয় ঔষধও ঠিকমত মিলছেনা। সব মিলিয়ে দ্রুততম সময়ের মধ্যে উপজেলার সকল রাস্তা গুলি মেরামত বা সংস্কার না করলে জনজীবনে দূর্ভোগ নেমে আসবে বলে সচেতন মহল মনে করছেন।
উপজেলা সদরের বাস টার্মিনাল থেকে ফুলতলা মোড়, কালিগঞ্জ তারালী চৌরাস্তা মোড় হয়ে আশাশুনি, কালিগঞ্জ সাজিক্যাল মোড় থেকে খানজিয়া, ভাড়াশিমলা মোড় থেকে বসন্তপুর (দমদম) খেয়াঘাট, নলতা কালিবাড়ি মোড় থেকে তারালী বাজার, মোসলেমের হাটখোলা (সাহেবের মোড়) হয়ে বাঁশতলা বাজার, ভদ্রখালী বাজার থেকে গোবিন্দপুর হয়ে জিরোণগাছা, নাজিমগঞ্জ বাজার থেকে কদমতলা বাজার, পারুলগাছা হয়ে বাঁশতলা বাজার, কালিগঞ্জ সদর থেকে উত্তরশ্রীপুর হয়ে ফতেপুর, খানপুর মোড় থেকে বালিয়াঙ্গা বাজার হয়ে বিষ্ণপুর, নলতা চৌমহুনী থেকে খানজিয়া বাজার, নাজিমগঞ্জ হাট থেকে ধলবাড়িয়া চৌমাথা, রতনপুর বাজার হয়ে কদমতলা বাজার, পিরোজপুর মোড় থেকে চৌমাথা হয়ে উকসা বিজিপি ক্যাম্প, শীতলপুর থেকে বসন্তপুর বিজিবি ক্যাম্প, মৌতলা বাজার থেকে জিরোনগাছা রাস্তাগুলি সাধারণের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। রাস্তা মেরামত, রক্ষণাবেক্ষণ ও যানবাহন চলাচলের উপর নিয়মনীতি বাস্তবায়নসহ জনগুরুত্বপূর্ন এ বিষয়টির প্রতি নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগি মহল।
এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর