শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কালিগঞ্জে ১৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

কালিগঞ্জে ১৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

কালিগঞ্জ, ১৪ মার্চ, এবিনিউজ : কালিগঞ্জে ১৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। থানা সূত্রে জানায়ায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে সঙ্গী স্টাফ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত এন্তাজ আলী পাড়ের ছেলে মাদক ব্যবসায়ি আবুল কাশেম পাড়ের বাড়িতে অভিযান চালায়।

পুলিশে উপস্থিতি বুঝতে পেরে আবুল কাশেম পালিয়ে যায়। এসময় বসত বাড়ির রান্না ঘরে কাঠের বাক্সের মধ্যে থাকা ১৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৪‘শ টাকা। পরে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক লাকীয়া খানম বাদি হয়ে মাদক ব্যবসায়ি আবুল কাশেমসহ অজ্ঞত ব্যক্তিদের আসামি করে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত