![নানা আয়োজনে পল্লীকবি জসীমউদ্দীন এর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/faridpur-jashimuddin_130262.jpg)
ফরিদপুর, ১৪ মার্চ, এবিনিউজ : নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীন এর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ সকাল ৮টায় সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লীকবির কবরস্থানে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপড় কবির বাড়ীর আঙ্গিনায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিলে শরীক হন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, কবির বড় পুত্র ড. জামিল আনোয়ার, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, অধ্যাপক আলতাফ হোসেন, নাজমা আক্তার, মফিজ ইমাম মিলন প্রমুখ।
উল্লেখ্য ১৯৭৬ সালের ১৪ মার্চ এই দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। পরে তাঁকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর পৈত্রিক বাড়ির তাঁর প্রিয় ডালিম গাছের তলায় দাফন করা হয়।
বাংলা সাহিত্যের পল্লী রুপকথার অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী এ কবির লেখা উপন্যাস বেদের মেয়ে, সোজনবাদিয়ার ঘাট, নকশীকাঁথার মাঠসহ কবর, নিমন্ত্রণ ও আসমানী কবিতা আজও পাঠকের মনে তীব্রভাবে নাড়া দেয়।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/নির্ঝর