![লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা মেলা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/mela_abnews_130265.jpg)
লক্ষ্মীপুর, ১৪ মার্চ, এবিনিউজ : “পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে লক্ষ্মীপুরে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আজ বুধবার সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে কালেক্টরেট ভবনের সামনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ, অতিরিক্ত পুলিশ সুপার কংকন চাকমা, ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ।
মেলায় জেলা উপজেলার পরিবার পরিকল্পনার প্রায় ২০টি স্টল অংশ নেয়।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি