![খোকসা ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যাবসায়ীকে জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/kushtia_abnews24 copy_130270.jpg)
খোকসা (কুষ্টিয়া), ১৪ মার্চ, এবিনিউজ : আজ বুধবার কুষ্টিয়ার খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম উপজেলার একটি আইসক্রিম কারখানা ও একটি বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে, ভেজাল পণ্য উৎপাদন করায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার মিনা আইসক্রীম কারখানায় অভিযান চালায়। এসময় আদালত মিনা আইসক্রিম কারখানার মালিক মো. মোয়াজ্জেম হোসেন (৩৬)কে ২৫ হাজার ও খোকসা বাজারের কোহিনুর বেকারীতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
কুষ্টিয়া খোকসা উপজেলার খোকসা বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত),সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ নূর-এ-আলম আজ বুধবার এ দন্ড প্রদান করেন। বাজার বণিক সমিতির সভাপতি ও জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয় ভোক্তাদের খাদ্য পন্যে ভেজাল মেশাতে না পারে সে বিষয়ে সচেতনতার লক্ষ্যেই এ অভিযান অব্যাহত থাকবে।
এবিএন/সুমন কুমার মন্ডল/জসিম/এমসি