বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দৌলতপুরে সন্ত্রাসীদের হুমকিতে আকিজ বিড়ি ফ্যাক্টরী বন্ধ

দৌলতপুরে সন্ত্রাসীদের হুমকিতে আকিজ বিড়ি ফ্যাক্টরী বন্ধ

দৌলতপুরে সন্ত্রাসীদের হুমকিতে আকিজ বিড়ি ফ্যাক্টরী বন্ধ

দৌলতপুর (কুষ্টিয়া) , ১৪ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদে অবস্থিত আকিজ বিড়ি ফ্যাক্টরী বন্ধ করে দিয়েছে চিন্থিত সন্ত্রাসীরা। এ ব্যাপারে ফ্যাক্টরী কর্তৃপক্ষ বুধবার সকালে দৌলতপুর থানায় অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদশীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে হোসেনাবাদ এলাকার কাইমুদ্দনের ছেলে শুকুর আলী, নবীর উদ্দিনের ছেলে মুক্তার ডাবুর ছেলে মজনু সহ ১৫/২০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জোর করে ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ করে সকল শ্রমিককে ফ্যাক্টরী থেকে বের করে দেয়। এ সময় সাধারণ শ্রমিকরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

ফ্যাক্টরী কর্তৃপক্ষ থানা পুলিশে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে আকিজ বিড়ি ফ্যাক্টরীর ম্যানেজার খোরশেদ আলম জানান, হামলাকারীরা চিন্থিত সন্ত্রাসী। তারা এ ফ্যাক্টরীর শ্রমিক ছিল, ৫/৬ বছর পুর্বে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের কারণে ফ্যাক্টরী থেকে বের করে দেয়া হয়েছিল। হঠাৎ তারা বিড়ি ফ্যাক্টরীর শান্ত পরিবেশ অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আকিজ বিড়ি ফ্যাক্টরীর ম্যানেজার আরো জানান, ঐ সন্ত্রাসীদের অব্যাহত হুমকির কারণে ফ্যাক্টরী চালু করা যাচ্ছেনা। এ ব্যাপারে ফ্যাক্টরী কর্তৃপক্ষ দৌলতপুর থানায় অভিযোগ করেছেন।

সাধারণ শ্রমিকরা জানায়, প্রায় ২ হাজার শ্রমিক সেখানে কাজ করে। ফ্যাক্টরী বন্ধ থাকায় তারা চরম বিকাকে পড়েছেন। তাই অবিলম্বে তারা ফ্যাক্টরী চালু করার দাবী জানান।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, বহিরাগত সন্ত্রাসীরা ফ্যাক্টরী বন্ধ করে দেয়ার পর ফ্যাক্টরী কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেছে। এ ব্যাপারে ঐ সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এবিএন/জহুরুল হক/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত