![কালুখালীতে ভয়াবহ অগ্নিকান্ড: সর্বস্ব হারিয়ে ভূমিহীন টিপু শেখ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/kaulkahali-agun_130284.jpg)
রাজবাড়ী, ১৪ মার্চ, এবিনিউজ : রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়িয়ানা গ্রামে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮:৩০ টায় এক ভয়াবহ অগ্নিকান্ডে মৃত তফিজ শেখের পুত্র টিপু শেখের(৪৫) বসতবাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে।
অগ্নিকান্ডে ১টি চারচালা ঘর, একটি রান্না ঘর ও একটি গোয়ালঘর পুড়ে গেছে। এছাড়াও অগ্নিকান্ডে ১টি ব্যাটারি চালিত ভ্যান, একটি বলদ গরু, ২টি ছাগল ,জমি ক্রয়ের জন্য গচ্ছিত রাখা নগদ দেড় লক্ষ্য টাকা, ঘরে থাকা ফসলাদি ও হাস-মুরগী পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড সংঘঠিত হয় বলে সূত্রমতে জানা গেছে। সংবাদ পেয়ে পাংশা থেকে ১টি দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
এলাকাবাসি ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানিয়েছেন, অগ্নিকান্ডে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ টিপু শেখ একজন ভুমীহীন।সে রাজবাড়ী-কুষ্টিয়া মহা সড়কের পাশে সরকারী জমিতে বসবাস করে।
টিপু শেখ ভ্যান চালিয়ে ও অন্যের জমি চাষ করে জীবিকা নির্বাহ করে, কিন্ত আগুনের ভয়াল থাবায় তার শেষ সম্বল ভ্যান গাড়ীটিও ভস্মিভূত হয়েছে।
এবিএন/জসিম/নির্ঝর