
বান্দরবান, ১৪ মার্চ, এবিনিউজ : বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের (ইউএসএইড) আন্তার্জাতিক উন্নয়ন সংস্থার সাহায্য সহযোগিতা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম স্টিফেনস বার্নিকাট।
আজ বুধবার সকালে বান্দরবানের নবাগত জেলা প্রশাসক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার সাথে মত বিনিময়ের পর সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, দুর্গম এলাকার জন সাধারনদের জন্য সাহায্য আরো বাড়ানো হবে, শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ বাঙ্গালীদের জন্য (এউএসএইড) কাজ করে যাচ্ছেন।
বান্দরবান জেলা প্রশাসক আসলাম হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহøার সাথে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন ও মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট সকালে বোমাং সার্কেল চিফ উচপ্রুর ও পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের সাথেও সাক্ষাৎ করেন। মার্কিন রাষ্ট্রদূতের সাথে সয়র সংঙ্গি ছিলেন ইউএসএইডের বাংলাদেশের পরিচালক কার্নিয়া জারুসকিস, সাথে ইউএসএইডের আরো ১০সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলে দুদিনের সফরে আমেরিকার রাষ্ট্রদূত রাঙ্গামাটি থেকে বান্দরবানে এসে পৌঁছান। আজ বুধবার দুপুরে বান্দরবানের বাঘমারা এলাকায় একটি পাহাড়ি প্রামে ইউএসএইডের সাহায্য পুষ্টি প্রকল্প পরিদর্শন করেন।
আমেরিকার রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম স্টিফেনস বার্নিকাটের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বান্দরবানের জেলা প্রশাসক আসলাম হোসেন সাংবাদিকদের বলেন, পিছিয়ে পরা বান্দরবানের দূর্গম এলাকার জন্য ইউএসএইডের সাহায্য অব্যাহত রাখার পাশাপাশি আরো নতুন নতুন কর্মপরিকল্পনা প্রহণের জন্য আমরা রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছি এ বিষয়ে তিনি আমাদের আশ্বাস্ত করেছেন।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/তোহা