শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দোয়ারাবাজারে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ভাতাভোগ

দোয়ারাবাজারে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ভাতাভোগ

দোয়ারাবাজারে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ভাতাভোগ

ছাতক (সুনামগঞ্জ), ১৪ মার্চ, এবিনিউজ : দোয়ারাবাজারে জীবিত স্বামিকে মৃত দেখিয়ে স্ত্রী কর্তৃক মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নরসিংপুর ইউপির রহিমেরপাড়া গ্রামে। সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে দেয়া অভিযোগে জানা যায়, মুক্তিযোদ্ধা ছামির আলী (মুক্তিবার্তা নং- ০৫০২০৯০০৯৮, গেজেট নং- ২৩৬০, ভারতীয় তালিকা নং- ২৫১৫৪) তার স্ত্রী মায়ারুন বিবি তার প্রবাসি স্বামী মুক্তিযোদ্ধা ছামির আলীকে মৃত দেখিয়ে অবৈধভাবে মুক্তিযোদ্ধা সম্মানি ভাতার টাকা উত্তোলন করে ভোগ করছেন। অথচ স্ত্রী মায়ারুনের জাতিয় পরিচয়পত্রে স্বামি ছামির আলীকে জীবিত দেখানো হয়েছে।

কিন্তু শুধুমাত্র অবৈধভাবে সম্মানিভাতা উত্তোলনের জন্যে স্বামীকে মৃত দেখানো হয়েছে। দীর্ঘ ২৫বছর থেকে স্বামি মৃত দেখিয়ে বেতন ভোগ করার পর সম্প্রতি দেশে আসার পর এসব জালিয়াতির ধরা পড়ে। বিদেশে থাকার পর এব্যাপারে যোগাযোগ করেও কোন সদুত্তর পাওয়া যায়নি। তিনি দেশে আসার পর স্ত্রীর নামে ইস্যুকৃত কার্ডের নাম পরিবর্তনের জন্যে গত ৩১জানুয়ারি জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেন। তবে এখনও তিনি জাতিয় পরিচয়পত্রের (নং- ১৯৪৭৯০১৩৩৯২০০০০০২১) মূলকপি এখনও হাতে পাননি। এছাড়া ভোটার তালিকাসহ জন্ম নিবন্ধন সনদে নাম থাকলেও ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ তুাকে নাগরিকত্ব সনদ দেননি বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা ছামির আলী।

এবিএন/চান মিয়া/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত