বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
খালও সড়ক দখল করে স্থাপনা

ছাতকে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ

ছাতকে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ

ছাতক (সুনামগঞ্জ), ১৪ মার্চ, এবিনিউজ : ছাতকে সিরাজগঞ্জ বাজারে সরকারি খাল ও সড়কের সিংহভাগ জবর-দখল করে নির্মাণ করা হয়েছে দোকানঘরসহ অবৈধ স্থাপনা। এনিয়ে জনমনে চরম অসন্তেুাষ দেখা দিয়েছে। জানা যায়, সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ এলাকাবাসির তীব্র বাঁধা-নিষেধ উপেক্ষা করে বটেরখালের একটি খরস্রোতা শাখা খাল ও সড়কের পাশের যাতায়াতের রাস্তা জবর-দখল করে আরসিসি পিলার ও ফাউন্ডেশনের মাধ্যমে দু’টি দোকান ঘর নির্মাণ করা হচ্ছে।

এরআগে এসব সরকারি ভূমিতে অনেকে টিনের ছাউনী দিয়ে স্থাপনা তৈরি করে ব্যবসা করেন। অনেকে এসব স্থপনা তৈরি করে ভাড়া দিয়েছেন। জানা গেছে, সিংচাপইড় গ্রামের জরু মিয়ার পুত্র ইসলাম উদ্দিন ইতোমধ্যে আরসিসি পিলারের ফাউন্ডেশন দিয়ে ১টি ঘর নির্মাণ করে ব্যবসা শুরু করেন। একই গ্রামের মৃত আরব আলীর পুত্র আজির উদ্দিন আরসিসি পিলারের ফাউন্ডেশন দিয়ে আরেকটি ঘর নির্মাণ শুরু করেছেন। এখানে আরো কয়েকটি দোকানে ব্যবসা চলছে। কতিপয় প্রভাবশালী লোকের ছত্রছায়ায় সরকারি খালও সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা চলছে।

এনিয়ে যেকোন সময় সংঘর্ষের আশংকা রয়েছে। এঘটনার সত্যতা স্বীকার করে বাজার কমিটির সেক্রেটারি মিনহাজ আহমদ জানান, ক্ষমতার জোরে বাঁধা-নিষেধ উপেক্ষা করে স্থানীয় একাধিক ব্যক্তি ইতোমধ্যে অবৈধভাবে ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

এবিএন/চান মিয়া/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত