![ছাতকে ঝিগলী কলেজে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/abnews-24.bbbbb_130301.jpg)
ছাতক (সুনামগঞ্জ), ১৪ মার্চ, এবিনিউজ : ছাতকে ভাতগাঁও ইউনিয়ের ঝিগলী স্কুল এন্ড কলেজে মিমি আহমদ ও ইয়াওর আহমদ ভবনের ভিত্তিপ্রস্তর ও ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভবনের ভিত্তি প্রস্তর ও ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কলেজ গভর্নিংবডির সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুল।
উদ্বোধন শেষে মোনাজাত করেন হাফেজ মাওলানা হিফজুর রহমান। এসময় কলেজ অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান মাষ্টার, হাজি আজিজুর রহমান, ফজলুল হক মাষ্টার, দাতা ইয়াওর আহমদ, হাজিী তৈমুজ আলী, কলেজের পিটিআই কমিটির সভাপতি হাবিবুর রহমান মেম্বার, দবির মিয়া, হাজি সুনু মিয়া, ডাঃ সৈয়দ সৈয়দুর রহমান, ইমামুল ইসলাম রানা, কনা মিয়া, বাদশা মিয়া, মাছুম মিয়া, শিক্ষিকা দিলবাহার বেগম, শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক হামিদা বেগমসহ স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাও শিক্ষার্থী এলাকাবাসি উপস্থিত ছিলেন।
এবিএন/চান মিয়া/জসিম/তোহা