![সিরাজগঞ্জে প্রতিবন্ধী গৃহবধূ ধর্ষিত: মামলা দায়ের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/14/abnews-24.bbbbbbbb_130307.jpg)
সিরাজগঞ্জ, ১৪ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জে এক সন্তানের জননী বুদ্ধি প্রতিবন্ধিকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার উটরা হাজিপুর গ্রামের আব্দুল মান্নান সেখের বুদ্ধি প্রতিবন্ধি মেয়ে মানিকজান খাতুন (২২) কে একই উপজেলার ধলজান গ্রামের মংলা সেখের ছেলে হামজালা (৩২) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
এরই একপর্যায় ৯ই মার্চ ২০১৮ ইং তারিখে সকাল ১১ টার দিকে নিজ ঘরে শয়নরত অবস্থায় বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতিতে জোরপূর্বক ওই ঘরে প্রবেশ করে বুদ্ধি প্রতিবন্ধির ইচ্ছার বিরুদ্ধে নানা রকম ভয়ভীতি দেখিয়ে তাকে জোর করে নিজ ঘরে ধর্ষণ করে। এ সময় বুদ্ধি প্রতিবন্ধির মা বাড়িতে আসলে ঘরের ভিতরে আকস্মিক শব্দ শুনে ঘটনা স্থল থেকে ধর্ষকদের দেখে চিৎকার দেয়। এতে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ধর্ষককে আটকানোর চেষ্টা করলে সে সুকৌশলে পালিয়ে যায়। পরের দিন রায়গঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে ফিরিয়ে দেয়। পরবর্তীতে ধর্ষিতার বাবা আব্দুল মান্নান সেখ বাদী হয়ে সোমবার ধর্ষক হামজেলাকে একমাত্র আসামী করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা