জামালপুর, ১৪ মার্চ, এবিনিউজ : জামালপুরের মাদারগঞ্জে একরশিতে প্রেমিক যুগলের আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ১৪ মার্চ গভীর রাতে কড়ইচূঁড়া ইউনিয়নের ঝাড়কাটা ব্রীজ সংলগ্ন বাগানে। মর্মান্তিক মৃত্যুও ঘটনাকে উপহাস করে স্থানীয়রা বলাবলি করছে-প্রেম শুধু কাছে টানে না, গাছেও তুলে।
মাদারগঞ্জ সার্কেল এএসপি মো: সামিউল আলম পিপিএম জানান, প্রেমিক কড়ইচূঁড়া ইউপির চর নলছিয়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে সুজন (২৫) ও প্রেমিকা একই ইউপির পূর্ব নলছিয়া গ্রামের কালামের মেয়ে জয়া আক্তার (২২)। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/এজেএ