শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায়

ভোলায় প্রাক বাজেট বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

ভোলায় প্রাক বাজেট বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

ভোলা, ১৪ মার্চ, এবিনিউজ : বিপদাপন্নতা মোকাবেলায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা স্থানীয় ভাবে সুপারিশ তুলে ধরার লক্ষ্য নিয়ে ভোলায় জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় চাহিদাসমূহ চিহিৃতকরণ ও নাগরিক সমাজের অংশগ্রহন শীর্ষক প্রাক -বাজেট-২০১৮-১৯ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ। আজ বুধবার দুপুরে বে-সরকারি উন্নয়স সংগঠন কোন্ট ট্রাস্ট এর আয়োজনে ও দাতা সংস্থা প্রকাশ,ব্রিটিশ কাউন্সিল এবং ইউকে এইড এর সহযোগিতায় সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম, ভোলা প্রেসক্লাব আহবায়ক মো. আবু তাহের, জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক মো:শাহাবুদ্দিন মিয়া, মৎসজীবী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, জেলা এলসিবিসি অফিসার মো: নকীব আবদুস সালাম, সিএসও সদস্য সাংবাদিক মোকাম্মেল হক মিলন, নারী নেত্রী বিলকিছ জাহান মুনমুন, প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামতউল্লাহ, চ্যানেল-২৪ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, সাংবাদিক মনিরুল ইসলাম, ইয়াছিনুল ঈমন,কোস্ট ট্রাস্টের মনটিরিং অফসিার রাজবি সহ সুশীল সমাজরে নাগরকিবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্ট এর টিম লিডার রাশেদা বেগম।

এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ইতিমধ্যে দ্বীপ জেলা ভোলায় শুরু হয়ে গেছে। চরাঞ্চলের মানুষ এর ক্ষতির শিকার বেশি হচ্ছে। নদী ভাঙ্গনসহ বিভিন্ন কারণে ঝুঁকির মধ্যে রয়েছে শিশু ও নারীরা । তাই নদী ভাঙ্গন বন্ধে এ জেলায় ব্যাপক কাজ করছে সরকার। ইতোমধ্যে দুর্যোগ মোকাবেলায় পৃথিবীর মধ্যে বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। তাই জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিপদাপন্নতা মোকাবেলায় আগামী বাজেটে আরো বেশি করে বরাদ্দ রাখার জন্য আহবান জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন কর্মসূচির আওতায় সবাইকে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় সবাইকে সচেতন করতে হবে।

জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় জনগোষ্ঠী বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে এ পরিবর্তনের ফলে মা ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়ারাও জেলা ১৩ শ মিটার খাল খনন, বেড়ীঁবাধ উচুকরণ, ভূমিহীন মানুষদেরর চিহিত করে তাদের জন্য আশ্রয় এর ব্যবস্থা করার দাবী জানায়।

পরে জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক জানায়, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনগনের চাহিদা অনুযায়ী পরিকল্পনা গ্রহন করা হবে। এর জন্য স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের সমস্যা নিরসনে সরকার পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত